রাজশাহী

পাবনার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান রানা আবার নির্বাচিত

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ৭:২২:০৭ প্রিন্ট সংস্করণ

পাবনা (ঈশ্বরদী): তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আবার নির্বাচিত হয়েছেন পাবনা জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।

সাঁড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান রানা নৌকা প্রতীক নিয়ে এবার পেয়েছেন ৯ হাজার ৫৪৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জুয়েল চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৯৫ ভোট।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে এ ফলাফল জানা যায়।

ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান চেয়ারম্যান দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন।

আরও খবর

Sponsered content