প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ২:১৬:৪৫ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরে আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।
জেলার সিভিল র্সাজন আব্দুল গাফফার জানান, এই তিনজনের বাড়ি সদর উপজেলার শাকচর ইউনিয়েন, পার্বতীনগর ও কমলনগর উপজেলায়। চট্টগ্রামের বিআইডিআইটিতে করোনাভাইরাস পরীক্ষায় এই তিনজনের পজেটিভ আসে। মঙ্গলবার রাতে এই প্রতিবেদন পাওয়া গেছে।
এখন পর্যন্ত এ জেলায় মোট ৯৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৭৫৮টি পরীক্ষা হয়েছে। তাতে মোট ৩৭ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্তদের দুইজনকে ঢাকার উত্তরায় কুযেত-বাংলাদেশ মৈত্রী হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
লক্ষ্মীপুরে আক্রান্তের কেউ এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরেনি বলে তিনি জানান।