প্রতিনিধি ১০ মে ২০২০ , ৭:২১:১৩ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করায় বিপদে পড়েছেন শ্রমজীবী কর্মহীন মানুষ। কর্মহীন মানুষের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। শেরপুরে করোনা (কভিড–১৯) ভাইরাস মোকাবেলায় খাদ্য ও প্রতিরোধ সহায়তা সামগ্রী বিতরণ করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ কমিটি ও আইপি (নৃ–জনগোষ্ঠি সক্ষমতা উন্নয়ন প্রকল্প)।
জেলার ১৩০ জন নিন্মআয়ের কর্মহীন, অক্ষম, দিনমজুর, কুলি, চাতাল শ্রমিক, নারী শ্রমিক, দলিত–হরিজন, ঋষি এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু পরিবার নির্বাচন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র (ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট) সহযোগিতায় প্রতি পরিবারকে ৭ কে.জি করে, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি পেয়াজ, ১টি হুইল সাবান, ১টি লাইফবয় সাবান, ৪টি মাস্ক, ৪ জোড়া হ্যান্ডগ্লোভস ও ১০০ মিলি. ১টি করে স্যানিটাইজার বিতরণ করা হয়।
১০ মে রবিবার দুপুরে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী চত্বরে সদর উপজেলার ৮০টি পরিবারের মাঝে প্রথমধাপে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সোমবার শ্রীবরদী, ঝিনআিগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে ৫০ জনকে এসব খাদ্য ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম প্রধান অতিথি এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন বিশেষ অতিথি হিসেবে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় প্যানেল মেয়র হোসনে আরা নাজমা, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, মডেল গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ তপন সরোয়ার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, ডিবি’র ওসি মোখলেছুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান সহকারি হাছানুজ্জামান শরাফত, জনউদ্যোগ আহŸায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল, আইইডি'র স্থানীয় সমন্বয়ক মানিক পাল, আইপি ফেলো সুমন্ত বর্মন, এসডিডিএফ সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল এবং করোনা ইমার্জেন্সি রেসপন্স টিমের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।