প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৬:১৫:২২ প্রিন্ট সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে এক কৃষক পরিবারে বায়না জমির টাকা ফেরৎ না দিয়ে উল্টো চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরোদ্ধে। কৃষক মফিজুল ইসলাম পৌর এলাকার উজিলাব গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ ঘটনায় মফিজুল ইসলাম মামলা সঠিক তদন্ত করে অব্যাহতি পাওয়ার জন্য গাজীপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত হলো একই এলাকার আব্দুল বারেকের ছেলে কবীর হোসেন ও ঢাকার মোহাম্মদপুর এলাকার কণা আক্তার।
মফিজুল ইসলাম জানান আমাদের বাড়ির পাশে ঢাকার মোহাম্মদপুর এলাকার কণা আক্তারের বাবা সাড়ে ২৭ শতাংশ জমি ক্রয় করে দেখাশুনার দায়িত্ব দেন। পরে তিনি মারা যাওয়ার পর জমি অংশীদার কণা আক্তার আমাদের কাছে খোলা স্টাম্পে ৩ লাখ টাকা দিয়ে লিখিত বায়না করেন,কিন্তু স্থানীয় কবীর হোসেন বেশী মূল্য দিয়ে জমিটি তাদের না জানিয়ে প্রতারণা করে গোপনে দলিল করে নেয়ায় দু পরিবারের মধ্যে দন্ধ শুরু হয়।
পরবর্তী সময়ে বায়না টাকা ফেরৎ না দিয়ে কবীর হোসেন কণা আক্তারকে দিয়ে গাজীপুর আদালতে আমাদের টাকা আত্বসাৎ করার জন্য উল্টো ১০ লাখ টাকা উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা ও গাছ কাটার অভিযোগ এনে থানায় আরেকটি মামলা দায়ের করেন। মামলা সুষ্ঠ তদন্ত করার জন্য তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত কনা বেগম জানান, মফিজুল নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় আমি অন্যত্র জমি বিক্রি করেছি। আমি বায়নার টাকা পোষ্ট অফিসের মাধ্যমে ফেরৎ পাঠাইছি তা গ্রহন করেনি। পরে আমি তাদের নামে নিজেকে বাচাঁতে চাদাঁবাজি মামলা করেছি,সত্য মিথ্যা আদালতে প্রমাণ হবে।