চট্টগ্রাম

অগ্নিদগ্ধ জেলের হাসপাতালে মৃত্যু

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৪৮:৩৩ প্রিন্ট সংস্করণ

অগ্নিদগ্ধ জেলের হাসপাতালে মৃত্যু

ট্রলারে সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিদগ্ধ এক জেলের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গণি নামের ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়।

জানা যায়, কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ওসমান গণি নামের এক জেলের মৃত্যু ঘটে। তার ৬০ শতাংশ বার্ন ছিল

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। বাকি ৯ জনের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে বাকিদের অবস্থাও তেমন ভালো না। সকলের ৬০-৯০ ভাগ বার্ন রয়েছে। পাশাপাশি সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

Powered by