আন্তর্জাতিক

অনড় গোতাবায়া, নতুন মন্ত্রিসভায় ১৭ সদস্য

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২ , ৫:০৫:২৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

অর্থনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। এর মধ্যেই ১৭ সদস্যের মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন তিনি।

এর আগে দেশটিতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের ফলে মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেন। তবে চলমান বিক্ষোভের মুখে দুই সপ্তাহের ব্যবধানে নতুন মন্ত্রিসভার অনুমোদন দিলেন রাজাপাক্ষে।

তার দলের বেশ কয়েকজন সদস্যকে বিভিন্ন পদে পুনরায় অনুমোদন দিয়েছেন তিনি। নতুন সরকারকে সাহায্য করার জন্য বিরোধী দলগুলোকে আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারা।

সম্প্রতি সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে খাদ্য ও জ্বালানি আমদানি করতে পারছে না দেশটি।  এর ফলে সৃষ্টি হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি। বিদ্যুৎ বিপর্যয়, খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটে ক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কার মানুষ।

আরও খবর

Sponsered content

Powered by