বাংলাদেশ

ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের জন্য ৪টি ট্রানজিট রুটের অনুমোদন দিলো বাংলাদেশ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ৫:৪২:৪৬ প্রিন্ট সংস্করণ

ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের জন্য ৪টি ট্রানজিট রুটের অনুমোদন দিলো বাংলাদেশ

ভারতের ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের ব্যবসায়ীদের জন্য চারটি ট্রানজিট রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রীর বরাতে শনিবার (৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

এই চারটি রুট হলো, চট্রগ্রাম বন্দর—আখাউড়া—আগরতলা, মংলা বন্দর—আখাউড়া—আগরতলা, চট্টগ্রাম—বিবিরবাজার—শ্রীমন্তপুর এবং মংলা বন্দর—বিবিরবাজার—শ্রীমন্তপুর।

ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সন্তন চাকমা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারত ও বাংলাদেশ সরকার একটি চুক্তি করেছে, এরমাধ্যমে ভারতীয় ব্যবসায়ীদের পণ্য সরবরাহের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার পণ্য পরিবহণে ত্রিপুরা ও অন্যান্য রাজ্যের জন্য চারটি রুটের অনুমোদন দিয়েছে।’

শিল্প ও বাণিজ্য পরিচালক বিশ্বরী বি জানিয়েছেন, এ চারটি রুট প্রধানত পণ্য পরিবহনেই ব্যবহৃত হবে।

ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করতে সীমান্তে নয়টি হাট বসানোর পরিকল্পনা করছে ত্রিপুরা সরকার।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে নয়টি হাট বসানোর জন্য আমরা কেন্দ্রে ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছি। এটি সংবিধানেই রয়েছে।’

বর্তমানে ত্রিপুরার দু’টি সীমান্ত হাট রয়েছে— একটি সিপাহীজালার কমলসাগরে; অপরটি দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর বিভাগে।

আরও খবর

Sponsered content

Powered by