দেশজুড়ে

লংগদুতে পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি, দুই ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৩ , ৩:৩০:১৯ প্রিন্ট সংস্করণ

লংগদুতে পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পার্বত্য এলাকার  বৃহত্তম বাজার  মাইনীমুখে পেঁয়াজ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই  ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় লংগদু উপজেলার মাইনীমুখ বাজারের মুদি দোকান গুলোতে শনিবার হাটের দিন ক্রেতার কাছে পেঁয়াজের মূল্য ঊর্ধ্বগতির খবর পেয়ে মোবাইল কোর্ট  পরিচালনা করে দুই ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন  লংগদু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা।এসময় লংগদু থানা এস আই মোঃ  আলামিন সহ পুলিশের একটি টীম ও মাইনীমুখ বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আঃ রশিদ উপস্থিত ছিলেন ।

এ সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী  মাইনীমুখ বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান ইখওয়ান স্টোরের মালিক  (শামসুল আলম সওঃ) কে ৫ হাজার টাকা এবং রুস্তম এন্ড ব্রাদার্স (রুস্তম আলী সওঃ) কে  ৫ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

এছাড়াও তিনি বাজারের সকল ব্যবসায়ীদেরকে  বাধ্যতামূলক দোকানে দ্রব্যমূল্যের তালিকা লাগানোর জন্য পরামর্শ প্রদান করেন ।

আরও খবর

Sponsered content

Powered by