আন্তর্জাতিক

আবারও সেই সমস্যায় চীন

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ১২:৩৯:৪৮ প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাসের কারণে ঘোষিত লকডাউনে চীনে বায়ুদূষণ অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু আগের অবস্থায় ফিরতেই দূষণের মাত্রা বেড়েছে।

সোমবার (১৮ মে) প্রকাশিত এক গবেষণায় এমন দাবি করা হয়েছে। চীনের সেন্টার ফর রিসার্স অন অ্যানার্জি  অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) এর গবেষকরা ওই গবেষণা করেন বলে জানিয়েছে স্ট্রেইট টাইমস।

গবেষকরা বলছেন, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে কল-কারখানায় কাজ থেমে গিয়েছিল। সে কারণে গত জানুয়ারি থেকে দূষণের হার কমে যাচ্ছিল। লকডাউন খুলে যেতেই আবারো বায়ু দূষণ বাড়তে শুরু করেছে।

তারা আরও বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারির তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে আবহাওয়ার গুণমান ব্যাপক ভালো ছিল। কল-কারখানা বন্ধ থাকা এবং যানবাহন চলাচল না করার কারণে বায়ু ছিল পরিষ্কার। কিন্তু আবারও সেসব চালু হতেই বাতাসের মান খারাপের দিকে যাচ্ছে।

এমনকি ২০১৯ সালের মে মাসের তুলনায় এ বছরের মে মাসে চীনের বায়ু দূষণ বেড়ে গেছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে সারাবিশ্বে চিকিৎসা সরঞ্জাম রপ্তানির যে প্রচেষ্টা চালাচ্ছে চীন, সেটারই প্রভাব পড়েছে বায়ুমানের ওপর।

আরও খবর

Sponsered content

Powered by