ঢাকা

আশুলিয়ায় মাদক বিক্রির কালে কারবারি আটক

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৪ , ৭:১৭:২৫ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় মাদক বিক্রির কালে কারবারি আটক

ঢাকার আশুলিয়ায় মাদক বিক্রির সময়ে কোটি টাকার হিরোইনসহ এক কারবারিকে আটক করেছেন র‍্যাব-৪। এসময় তার কাছ থেকে নয়’শ ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯৪ লাখ ৫০ হাজার টাকা।

শনিবার সকালে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম রাহিম আলী (২৮)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুলপুর গ্রামের মো. জুটু আলীর ছেলে।র‌্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, দীর্ঘদিন ধরেই রাহিম আলী দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক ক্রয় করে এনে আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যবসা চালিয়ে আসছিলো।

পরে শুক্রবার মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ তাকে আটক করে। তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেবিষয়ে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

আরও খবর

Sponsered content

Powered by