রংপুর

ইয়াসমিন ট্রাজেডির গণআন্দোলনে শহীদদের স্মরণে সভা

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৬:৩০:৫৯ প্রিন্ট সংস্করণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে ইয়াসমিন ট্রাজেডির গণআন্দোলনে শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দশমাইল পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ ‘সামু-কাদের-সিরাজ’ একাডেমিক ভবনে শহীদ ‘সামু-কাদের-সিরাজ’ স্মরণে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়াসমিন ধর্ষণ ও হত্যার প্রথম প্রতিবাদকারী নেতা ও দিনাজপুর-১ সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। শহীদ সামু-কাদের-সিরাজ স্মরণ কমিটির আহবায়ক মো. মজিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শরিফউদ্দিন, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বজলুর করিম বাবুল। উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৪ আগস্ট কিছু বিপথগামী পুলিশ সদস্য ইয়াসমিনকে ধর্ষনের পর শ^াসরোধে হত্যা করে। তারই প্রতিবাদে যে আন্দোলন গড়ে উঠেছিল তার চূড়ান্ত রুপ নেয় ২৭ আগস্ট। সেদিন বিক্ষুব্ধ জনতার মিছিলে পুলিশের গুলিতে সামু, কাদের, সিরাজসহ ৭ জন নিহত হয়। সেই থেকে তাদের স্মরণে ২৭ শে আগস্ট স্মরণসভা পালিত হয়ে আসছে।

আরও খবর

Sponsered content

Powered by