দেশজুড়ে

ঝালকাঠিতে ২ মিনিটের  ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ৬ টি গ্রাম

  প্রতিনিধি ২৮ মে ২০২০ , ৫:৩৩:২৮ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : গতকাল রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ছয় গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এতে লন্ডভন্ড হয়ে গেছে ৫০টিরও বেশি বসত ঘর, একটি বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা। উড়ে গেছে অনেক বাড়ি ঘরের টিনের চাল।

কয়েক শত ছোট বড় গাছ পালা ভেঙ্গে গেছে। বিদ্যুতের ঘুটি ভেঙ্গে ও তার ছিড়ে রাত থেকে এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাত ৯টার পর থেকে থেমে থেমে বৃষ্টি হয়। তারই মধ্যে বিদ্যুৎ চমকায়। এরপর হঠাৎ আকস্মিক দমকা বেগে টর্নেডো বয়ে যায়। মাত্র ২ মিনিটের স্থায়ী এ ঝড়ে কিছু বুঝে ওঠার আগেই লন্ডভন্ড হয়ে যায় ৬টি গ্রাম। ক্ষতিগ্রস্থদের সহযোগিতাসহ ক্ষয়ক্ষতি নিরুপনে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে।

আরও খবর

Sponsered content

Powered by