আন্তর্জাতিক

করোনার টিকা নিজেরাই বানাব: ইরান

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ১:০০:২৪ প্রিন্ট সংস্করণ

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষাবিষয়ক মন্ত্রী সাঈদ নামাকি

ভোরের দর্পণ ডেস্ক:

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষাবিষয়ক মন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, ইরান তার জনগণের জন্য চলমান মহামারি করোনাভাইরাসের সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন সরবরাহ করবে।

রোববার (১৩ ডিসেম্বর) ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে নামাকি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, ইরানের বিজ্ঞানীরা ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। বিষয়টি সারাবিশ্ব আগামী বসন্তের মধ্যেই জানতে পারবে। নামাকি বলেন, ইরান করোনার ভ্যাকসিন উৎপাদন করবে।

তিনি আরও বলেন, ইরানের জনগণের ওপর কোনো ভ্যাকসিন পরীক্ষা-নিরীক্ষা করার অনুমতি আমরা দেব না। যারা ভ্যাকসিন তৈরি করছে তারা অন্য কোথাও হিউম্যান টেস্টিংয়ের কাজ করুক।

আরও খবর

Sponsered content

Powered by