চট্টগ্রাম

দ্বিতীয় দফায় ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গাদের যাত্রা শুরু

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২০ , ৩:৪১:১৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দ্বিতীয় দফায় কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে ১৩টি বাসে রওনা হয়েছেন রোহিঙ্গারা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ওই বাসগুলো যাত্রা শুরু করে।

এর আগে প্রথম দফায় ৩ ডিসেম্বর কক্সবাজারের উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ১১টি বাস ভাসানচরে যায়।

সরেজমিন ডিগ্রি কলেজ মাঠে দেখা যায়, বাসে করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের মাঠে আনা হয়। পরে রোহিঙ্গাদের খাবার দিয়ে গাড়িতে ওঠানো হয়। বিশাল আকারের প্যান্ডেল, অর্ধশতাধিক বড় গাড়ি দাঁড় করানো আছে সেখানে। পুলিশ ও র‍্যাবের বেশ কিছু গাড়ি রয়েছে ঘটনাস্থলে।

রোহিঙ্গা শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ১৩টি বাসে সাড়ে চারশর বেশি রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে। আজ হাজারখানেক রোহিঙ্গা ভাসানচরে যেতে পারে।

আরও খবর

Sponsered content

Powered by