রংপুর

করোনা মোকাবিলায় গাইবান্ধায় বিএনসিসির র‌্যালি

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২১ , ৪:০৩:৩৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পেইন পালন করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। স্বেচ্ছাসেবা সপ্তাহ উপলক্ষে মহাস্থান ব্যাটালিয়নের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে গাইবান্ধা জেলা বিএনসিসি।
সোমবার (১১ জানুয়ারি) সকালে গাইবান্ধা সরকারি কলেজ থেকে বের হয়ে সচেতনতামূলক র‌্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সে সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক, লিফলেট, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্টের অ্যাডজুট্যান্ট সোমেন কান্তি বড়ুয়াসহ বিএনসিসির বিভিন্ন প্রতিষ্ঠানের প্লাটুন কমান্ডাররা।
এর আগে সরকারি কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, মহিলা কলেজের প্লাটুন কমান্ডার ড. মোস্তাফিজুর রহমান, সরকারী কলেজের প্লাটুন কমান্ডার মো. আবু সাঈদ মণ্ডল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্লাটুন কমান্ডার মো. মাইদুল ইসলাম মণ্ডল প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by