রাজশাহী

জয়পুরহাটে ভেজাল আইসক্রিম কারখানার চার মালিকের জরিমানা

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২১ , ৭:১৭:৪১ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে ভেজাল চারটি আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৫) জয়পুরহাট কাম্পের সদস্যরা। জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এ সময় বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস এবং অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ কাঁচামাল ও রঙ ব্যবহারের দায়ে রানী, রাজীব, মিতু, রিতুসহ চার কারখানার মালিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। র‌্যাব ৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে চারটি আইসক্রিম কারখানায় ক্ষতিকর রঙ, স্যাকারিন, অ্যারারুট ও বার্লি মিশিয়ে আইসক্রিম তৈরি করে আসছিলেন কারখানার মালিকরা । এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আরও খবর

Sponsered content

Powered by