চট্টগ্রাম

কাদের মির্জার সেলাই মেশিন বিতরণে বাধা, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২১ , ৯:৫২:০৪ প্রিন্ট সংস্করণ

সেলাই মেশিন বিতরণ করছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

ভোরের দর্পণ ডেস্ক:

 

মহান বিজায় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ৬০টি সেলাই মেশিন বিতরণের ব্যবস্থা করেন। কোম্পানীগঞ্জে উপজেলায় বিবাধমান দুই গ্রুপের সংঘর্ষের কারণে প্রশাসনের পক্ষ থেকে ২৫ ও ২৬ মার্চ বসুরহাট পৌরসভায় যেকোনো দলীয় অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়। তাই বসুরহাট থানার পুলিশ আবদুল কাদের মির্জার সেলাই মেশিন বিতরণের নিষেধ করেন।

পরে আবদুল কাদের মির্জা সেলাই মেশিনগুলো বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন। এই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে আমরা ২৫ ও ২৬ তারিখে কোম্পানীগঞ্জে উপজেলায় বসুরহাট পৌরসভায় কোনো অনুষ্ঠান করতে দিবো না।’

আবদুল কাদের মির্জা বলেন, ‘আমি আমার পৌরসভাতে গরিব মানুষের মাঝে মহান বিজয় দিবস উপলক্ষে ৬০টি সেলাই মেশিন বিতরণ করতেছিলাম। কোম্পানীগঞ্জ থানার পুলিশ এসে দুটি মেশিন বিতরণের পরে আমাকে বাধা দেন। পরে আমি বাড়ি বাড়ি গিয়ে মেশিনগুলো পৌঁছিয়ে দেই।’

আরও খবর

Sponsered content

Powered by