রাজশাহী

কাহালুতে অভিভাবক সমাবেশ

  প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৮:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের দিক-নির্দেশনায় এবং কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজের সার্বিক সহযোগিতায় সোমবার বেলা ১১ টায় বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়নের বিবিরপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ এবং জাতীয় শিক্ষাক্রম বিস্তারিত আলোচনা এবং ছাত্রীদের জন্য কমফোট জোন এর উদ্বোধন উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিবিরপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নারহট্র ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহিম প্রামানিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের (অব.) সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান মন্ডল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজিবর রহমান।
অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিবিরপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল হান্নান মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারহট্র ইউপি সদস্য শাহানাজ পারভীন, গোলাম রব্বানী, অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক সাঈদ নুর সরকার, সহকারি শিক্ষক দ্বিপেন্দ্রনাথ পাল, মেহেদী হাসান প্রমুখ। অভিভাবক সমাবেশ শেষে বিবিরপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য নব-নির্মিত কমফোট জোন (স্বস্থি ঘর) এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।

আরও খবর

Sponsered content

Powered by