ঢাকা

কৃষিমন্ত্রীর আসনে লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৫:২৮:২৪ প্রিন্ট সংস্করণ

কৃষিমন্ত্রীর আসনে লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

ভোটে অনিয়ম, জাল ভোট, এজেন্টদের মারধর ও ভয়ভীতির অভিযোগ এনে ভোট বর্জননের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী।

রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মধুপুর প্রেসক্লাবের সামনে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।

মোহাম্মদ আলী বলেন, ভোটগ্রহণ চলাকালীন নৌকার কর্মী-সমর্থকরা বিভিন্ন কেন্দ্রের ভেতরে প্রবেশ করে প্রকাশ্যে জাল ভোট দিয়েছে। আমার এজেন্টদের বের করে দেওয়াসহ মারধর ও হয়রানি করেছে। এমন পরিস্থিতে আমার পক্ষে নির্বাচনে থাকা সম্ভব না। তাই বাধ্য হয়ে ভোট বর্জন করলাম।

এ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক (ট্রাক) ও কৃষক শ্রমিক জনতা লীগের ফারুক আহাম্মেদ (গামছা) প্রতীকে নির্বাচন করছেন।

প্রসঙ্গত, মধুপুর-ধনবাড়ী দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৮৮ জন ও নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৪৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

আরও খবর

Sponsered content

Powered by