বাংলাদেশ

কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারলেন না মির্জা ফখরুল

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২২ , ৫:৩১:৪২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। এ খবর পেয়ে কার্যালয়ের সামনে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে এলে পুলিশ ও সাংবাদিকেরা তাকে ঘিরে ধরেন। নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। পরে সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ অবস্থায় পরিস্থিতি শান্ত রাখতে দলীয় নেতাকর্মী ও পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র কয়েকজন নেতা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। অফিসের নিচে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয় কার্যালয়ের সামনে। এরপর ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়।

আরও খবর

Sponsered content

Powered by