চট্টগ্রাম

খাগড়াছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছে ৫জন

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২০ , ৩:৫৭:১২ প্রিন্ট সংস্করণ

মোঃ ইব্রাহিম শেখ, পার্বত্য চট্রগ্রাম ব্যুরোঃ

খাগড়াছড়ি পৌর সভার নির্বাচনে, ৫নং পৌর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোট ৫জন। ৫জনই জয়ের জন্য আশাবাদী। খাগড়াছড়ি পৌর সভার নির্বাচনী আমেজ আস্তে আস্তে শীতের সকালে বা বিকালে জমে উঠেছে। চায়ের সাথে আড্ডায় ঘরোয়া কিংবা চায়ের দোকানে চলছে নির্বাচনের আলাপ আলোচনা। পাশাপাশি চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা।

৫নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীরা হলেন, আবদুল জলিল, আবদুল মজিদ, ৩/ মোঃ লোকমান মিয়া কামাল, মোহাম্মদ জুবায়ের ইসলাম, ও চন্দ্র শেখর ত্রিপুরা । সাধারণ কাউন্সিলর প্রার্থীরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে শক্ত মনোভাব ও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসে অটল রয়েছেন।তবে জয় পরাজয় এর ফলাফল জানতে আগামী ১৬ই জানুয়ারী ২০২১ ইং তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

৫নং পৌর ওয়ার্ডের ভোটার তালিকা মতে, মোট ভোটার সংখ্যা ৩৭৬৪, তার মধ্যে পুরুষ ভোটার ১৫৪০ আর মহিলা ভোটার ২২২৪।

৫নং পৌর ওয়ার্ড এলাকার ভোটারদের মতামত জানতে গেলে তারা জানান- সাধারণ কাউন্সিলর প্রার্থীরা সবাই আমাদেরই এলাকার। আমরা কাউকে অপছন্দ করি না, আমাদের বর্তমান প্রার্থীর সংখ্যা পাঁচ জন, তার মধ্যে আমাদের বেঁচে নিতে হবে একজন। ভোটারদের অভিমত বর্তমান প্রার্থীদের সকলের প্রতি তাদের আত্ববিশ্বাস আছে কিন্তু অত্র এলাকার মানুষ বা ভোটাররা কৌশলগত কারণে এখনই মতামত জানাতে অনিচ্ছুক।
ভোটারদের মতে এখনো অনেক সময় আছে, এর মধ্যে আমরা সকল প্রার্থীদের ব্যক্তিত্ব বা গ্রহণযোগ্যতার বিষয়টি আমরা লক্ষ্য করছি। তার পর সময় আসলেই আমরা সিদ্ধান্ত নিবো।

৫নং ওয়ার্ডের মোঃ অমির হোসেন বলেন, আমরা সুন্দর ও সুস্থ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগে নিশ্চিত হতে চাই, যেন আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারি ।

৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল জলিল বলেন, ওয়ার্ড বা মহল্লায় জনসাধারণের ভোট প্রদানের সুবিধার্থে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের বিষয়ে বা সমন্ধে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো জরুরী।

এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ বলেন, ভোটের দিন প্রতিটি ভোটার নির্ভয়ে কেন্দ্র গিয়ে নিজের ভোট প্রদান করবেন এতে কোন সন্দেহ থাকবে না। আইন শৃংখলা বাহিনীকে সেই বিষয়ে নির্দেশ দেওয়া থাকবে। আর ইভিএম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে আমরা প্রতিটি ওয়ার্ডে বা মহল্লায় বড় পর্দায় ভোট দেওয়ার প্রক্রিয়া শিখাতে টেলিকাষ্টের মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হবে।

 

আরও খবর

Sponsered content

Powered by