রংপুর

খানসামায় গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২১ , ৬:৪০:০৫ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলায় এক হাতে গাছের চারা দেখিয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে অন্য হাতে মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণবিরোধী শপথ নেন। এসময় তারা সব অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল- ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী লায়ন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠিতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম ও প্রচার সম্পাদক এস.এম রকি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোস্তাওফিক আহমেদ শামীম, সদস্য তোফাজ্জল হোসেন, আদিল, ওমর ফারুক, রাইয়ান প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by