খুলনা

গরিবের বন্ধু স¤্রাট!

  প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:৩৮:০০ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি: করোনাকালে অসহায় ও দরিদ্র মানুষের সেবায় দিনরাত ছুটে চলছেন জে এম স¤্রাট। শুধু করোনার সময়ই নয়, বছরজুড়ে দরিদ্র মানুষের সুখে দুঃখে পাশে থাকেন জে এম স¤্রাট। প্রত্যেকেই ছুটে চলেন নিজের কাজে, কেউ নেন না কারও খবর। এ শহরে অনেকেই আছেন যারা বাড়ি কিংবা গাড়ির জন্য নয়, শুধুমাত্র খাবারের জন্য ছুটে চলেন। এমন ক্ষুধার্ত মানুষের মুখে প্রায় প্রতিদিনই খাবার তুলে দিচ্ছেন জে এম স¤্রাট। কুষ্টিয়ার সব থেকে পরিচিত মুখ স¤্রাট। তিনি কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক। অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকায় গরিবের বন্ধু বলে আখ্যায়িত করেছেন সাধারণ মানুষও। গত মঙ্গলবার বিকেল ৪টায় কুষ্টিয়া শহরের সুখনগর বস্তিতে কয়েকজনের হাতে খাবার প্যাকেট। তাদের কাছে জানতে চাইতেই বললেন জে এম স¤্রাটের কথা। করোনাকালে স¤্রাটের এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন জেলার সচেতন মহল। তারা বলছেন একজন যুবকের এমন উদ্যোগ সত্যি প্রশংসিত। স¤্রাটের মত অসহায়দের পাশে থাকতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা।
অটোরিকশা চালক সাইফুল বলেন, প্রায় প্রতিদিনই বিনামূল্যে খাবার খাওয়াচ্ছেন জেএম স¤্রাট। এসব খাবার মানুষ তৃপ্তি করে খেতে পারছেন। স¤্রাটের এমন কর্মকান্ডে অন্তত খুশি আমরা। জে এম স¤্রাটের সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, সবসময় মানুষের জন্য কাজ করতে চাই। আমি আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কেউ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি রাস্তায় আছি। মধ্যবিত্ত যারা আছেন তাদের সহযোগিতা করার জন্য আমি আলাদা কর্মসূচি হাতে নিয়েছি। তারা যোগাযোগ করলে আমি তাদের বাড়িতে খাবার পৌঁছে দেব। এ কার্যক্রম আমার অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by