ঢাকা

গাজীপুরে সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছে কৃষক

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৩ , ৪:১০:৫২ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছে কৃষক

শীতের আগমনী বার্তা ইতোমধ্যেই ছড়িয়েছে সকালের পাইনশাইল এলাকার দিগন্ত জোড়া ফসলের মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলে। মধু সংগ্রহের ব্যস্ততায় মৌমাছিদের গুঞ্জনে মুখরিত বিস্তীর্ণ সরিষা রাজ্য। অগ্রহায়ণের হিমেল বাতাস সরিষা খেত ছুঁয়ে মন মাতানো গন্ধ পৌঁছে দিচ্ছে লোকালয়ে! সেই গন্ধ যেমন সবাইকে আকৃষ্ট করছে, তেমনই বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। 

দেশের প্রধান তৈল জাতীয় ফসলের নাম সরিষা। চলতি মৌসুমে গাজীপুর সদর উপজেলায় অনেক পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় সরিষা গাছগুলো দ্রুত বেড়ে ওঠার পাশাপাশি সুস্থ-সবলও রয়েছে। আর এ কারণেই চলতি বছর বাড়তি ফলন আশা করছেন এ এলাকার কৃষকেরা।

কৃষকেরা জানান, গত বছর স্থানীয় বাজারে উন্নত জাতের সরিষার দাম ভালো পাওয়ায় তারা এবার উন্নত জাতের সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অন্যদিকে, আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় চলতি বছর প্রত্যেক সরিষা চাষি অধিক মুনাফা পাবেন বলে মনে করেন।

উপজেলার পাইনশাইল এলাকার কৃষক সাহেব আলী ভোরের দর্পণ কে জানান, কৃষি জমিতে উন্নত জাতের সরিষার আবাদ করেছি। সরিষার জমিতে ধানের আবাদও ভাল হয় এবং বোরো চাষে খরচ কম হয়।

তিনি বলেন, “বারি-১৪ সরিষার গাছ লম্বা হওয়ায় এর পাতা মাটিতে ঝরে পড়ে জৈব সারের কাজ করায় জমির উর্বরতা শক্তি বাড়ে। এ জাতের সরিষা আবাদের পর ওই জমিতে বোরো আবাদে সারের পরিমাণ কম লাগে। 

Powered by