ঢাকা

গোপালগঞ্জে চিকিৎসকসহ আরও ৩৪ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ১১:৪৯:০৬ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসকসহ ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪২ জনে।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি জানান, নতুন করে গোপালগঞ্জ সদরে ১০ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কোটালীপাড়ায় ১১ জন, কাশিয়ানীতে ৫ জন ও মুকসুদপুরে ৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯২১ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৫ জন।

তিনি আরও জানান, গোপালগঞ্জে এ পর্যন্ত ৬ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৪২৫ জন, টুঙ্গিপাড়ায় ২২২ জন, কোটালীপাড়া উপজেলায় ২১৩ জন, কাশিয়ানীতে ২৩৯ জন ও মুকসুদপুরে ২৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ১০৩ জন।

আরও খবর

Sponsered content

Powered by