ঢাকা

গোপালগঞ্জে প্রতিবন্ধী মায়ের পাশে দাঁড়ালো ইউএসডি ফাউন্ডেশন

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৪ , ১০:২৭:০৭ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে প্রতিবন্ধী মায়ের পাশে দাঁড়ালো ইউএসডি ফাউন্ডেশন

গোপালগঞ্জের স্বনামধন্য মানবিক সংগঠন ইউএসডি ফাউন্ডেশনের পক্ষে হুইলচেয়ার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি নদীর তীর সংলগ্ন বেদে পল্লীতে বসবাসরত শেফালী বেগম নামে এক অসহায় প্রতিবন্ধী মায়ের হাতে ইউএসডি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার, ঈদ উপহার (খাদ্য সামগ্রী) ও নগদ অর্থ তুলে দেন গোপালগঞ্জ সদর থানার মানবিক অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান, ইউএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ হোসাইন, ইউএসডিফাউন্ডেশনের সভাপতি রাজিব মৃধা। 

উল্লেখ্য, দুই পা হারানো অসহায় ও হতদরিদ্র এই মা দীর্ঘদিন যাবত কষ্ট করছিলেন, পরে খবর পেয়ে ইউএসডি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটি হুইলচেয়ার, ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। ইউএসডি ফাউন্ডেশন দেশের আর্তমানবতার সেবায় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়ে ইতোমধ্যেই ব্যাপক সুনাম অর্জন করেছে।

আরও খবর

Sponsered content

Powered by