ঢাকা

গোপালগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:১৯:১২ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগের ৩ দিন পর গোপালগঞ্জে পুলিশের এক অতিরিক্ত ডিআইজি’র পরিবার ও স্থানীয় প্রভাবশালীদের অবৈধ দখলে থাকা ১ একর ৭ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার এবং দখলমুক্ত করে তাঁর কাটার বেড়া দিয়ে ঘিরে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ নাজমুন নাহারের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা মৌজার পাইককান্দি পশ্চিমপাড়া ৫৬৯ দাগে ১ নং খাস খতিয়ানভুক্ত ওই জমির ওপর অবৈধভাবে নির্মিত পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের পৈত্রিক বাড়ির সীমানা পিলার ভেঙ্গে দিয়ে জমি উদ্ধার ও দখল উচ্ছেদ করে।

পরে উদ্ধারকৃত ওই জমি কাটা তারের বেড়া দিয়ে সংরক্ষণ করা হয়।গত ১৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জে দুদকের গণশুনানি চলাকালে অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের পরিবারের অবৈধ দখলে থাকা ১একর ৭ শতাংশ সরকারি খাস জমিতে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ করেন সদর উপজেলার মোছড়া গ্রামের আজম আলী খান। তার এ অভিযোগের ভিত্তিতে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।

পাইকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আকতারুজ্জামান আকতু বলেন, অবৈধ দখলকৃত জমিটি একসময় গোচারণভূমি ছিল। এলাকার যুবকেরা ফুটবল খেলতো। ২০-২৫ বছর আগে ওই জমিটি স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে নেয়। জেলা প্রশাসনের উদ্যোগে জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। আবারও যাতে উদ্ধার হওয়া

এ জমি অবৈধভাবে কেউ দখল করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন বলেন, গোপালগঞ্জ জেলার যে সকল এলাকায় সরকারি খাস জমি রয়েছে, সেসব খাস জমি উদ্ধারে জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের প্রতি একটি চলমান নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মেনে আমরা তাৎক্ষণিকভাবে খাস জমি অবৈধ দখল মুক্ত ও উদ্ধার করতে অভিযান চালাচ্ছি।

ইতোমধ্যে জেলা শহর ও অন্যান্য উপজেলাগুলোতে অভিযান অব্যাহত রেখেছি। সম্প্রতি, গোপালগঞ্জে দুদকের গণশুনানি চলাকালে পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের পরিবারের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি খাস জমি দখল এবং সেখানে প্রাচীর নির্মাণের অভিযোগ ওঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে অত্যন্ত দ্রুততার সাথে আমরা জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখল উদ্ধার করে সেখানে কাঁটা তার দিয়ে ঘিরে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি।

অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ নাজমুন নাহার বলেন, খাস জমি উদ্ধার ও সংরক্ষণ আমাদের নিয়মিত একটি কাজ। জেলা প্রশাসকের নির্দেশে আমরা কিছুদিন ধরে খাস জমি উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। বেদখল হওয়া এসব জমি অনেক মূল্যবান।

ইতোমধ্যে অনেক জমি আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। জেলার ৫ টি উপজেলায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা এসব জমি কেবল উদ্ধার নয় – সংরক্ষণেরও উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা মৌজার ১ একর ৭ শতাংশ খাস জমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে।

অভিযানে অন্যদের মধ্যে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সারসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আরও খবর

Sponsered content

Powered by