রংপুর

গোবিন্দগঞ্জে পোল্ট্রি খাবারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২১ , ৬:১১:০৩ প্রিন্ট সংস্করণ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

পোল্ট্রি শিল্পের খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পোল্ট্রি খামারি মালিক এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা চত্বরে রোববার ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি সাইফুর রহমান তুহিন পাঠান বলেন, একটি সিন্ডিকেট মুরগির খাবারের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করছে। বাজেটে পোল্ট্রি শিল্পের খাবারের দাম কমালেও হঠাৎ করেই ঘোষণা ছাড়াই ৫০কেজি বস্তায় ১২৫ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এই সিন্ডিকেট।

উপজেলা ডিলার এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই বলেন, অবিলম্বে পোল্ট্রি খাবারের দাম কমাতে হবে। সংগঠনের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, খাবারের দাম বাড়ছে কিন্তু মুরগির দাম কমছে। এতে করে দেশের তৃণমূল্যের খামারীরা সর্বশান্ত হচ্ছে।

মানববন্ধনে সংহতি জানিয়ে উপজেলা বাসদের সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক বলেন, প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষায় গঠিত সিন্ডিকেট ভেঙে পোল্ট্রি খাবারের দাম অবিলম্বে কমাতে হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা পোল্ট্রি খামারী মালিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোনারুল ইসলাম মিঠু, খামারি হাবিবুর রহমান আকন্দ, পীরজাদা আব্দুল কাইয়ুম, শাহ আলম সরকার, জহুরুল ইসলাম, আজাদুল শেখ, জয়নাল শেখ, সাইদুর রহমান, আহসান আলী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by