দেশজুড়ে

গৌরনদীতে নাতীর হামলায় নানী নিহত, আটক একজন

  প্রতিনিধি ২ জুন ২০২০ , ৫:১৪:০৬ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি: আমপাড়াকে কেন্দ্র করে দুই মেয়ের মধ্যে বাগ্বিতন্ডা থামাতে গিয়ে নাতীর হামলায় নানী নিহত হয়েছেন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বড়দুলালী গ্রামে।

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবার বাড়ির গাছের আমপাড়াকে কেন্দ্র করে ওই গ্রামের সাহেব আলী বেপারীর বড় মেয়ে ফাতেমা বেগমের সাথে পঞ্চম মেয়ে লাইজু বেগমের সোমবার সন্ধ্যায় তুমুল বাগ্বিতন্ডা হয়। দুই মেয়ের ঝগড়া থামাতে চেষ্ঠা করেন তাদের বৃদ্ধা মা জরিনা বেগম। এসময় ফাতেমা বেগমের পুত্র বাচ্চু বেপারীর (২২) হামলায় ঘটনাস্থলেই জরিনা বেগম নিহত হয়।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, নিহত জরিনার ছোট মেয়ে লাইজু বেগম বাবার বাড়ির গাছের আম পাড়ে সোমবার বিকেলে খালাতো ভাই মেয়ে ইয়ামিন খানমকে দেয়। বিষয়টি লাইজুর সহোদর বোন ফাতেমা বেগম জানতে পেরে রাতে বাবার বাড়ি এসে তাকে কেন ভাগের আম দেয়া হলো না বোন লাইজুর কাছে জিজ্ঞাসা করেন। নিয়ে তখন ফাতেমা তার ছেলে বাচ্চু বেপারীর সাথে লাইজুর বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হাতাহাতির ঘটনা ঘটে। সময় বাচ্চু বেপারী লাঠি দিয়ে খালা লাইজু বেগমকে আঘাতের চেষ্টা করে। সময় নাতী বাচ্চুর লাঠির আঘাতে সংঘর্ষ থামাতে আসা নানী জরিনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পঞ্চম মেয়ে লাইজু বেগমকে আটক করেছেন। ঘটনায় নিহতের তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদাউস বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরও খবর

Sponsered content

Powered by