দেশজুড়ে

চট্টগ্রামে আরও ৪৬ জনের করোনা শনাক্ত চট্টগ্রাম

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ৭:১১:৩৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুারো : চট্টগ্রামে নতুন করে ৪৬ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্থিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৩৭ জন এবং উপজেলাগুলোতে ০৯ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৮ হাজার ১২০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে ১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৮১ টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬ জন এবং উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ৮৪ টি নমুনা পরীক্ষা করে ০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০১ জন এবং উপজেলায় ০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল চট্টগ্রামের ৮৮ টি নমুনা পরীক্ষা করে ০২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৩০ টি নমুনা পরীক্ষা করে ০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৮ জন এবং উপজেলায় ০১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে গতকাল চট্টগ্রামের ৮৪ টি নমুনা পরীক্ষা করে ০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণ ল্যাবে গতকাল চট্টগ্রামের ৫৮ টি নমুনা পরীক্ষা করে ০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৫ জন এবং উপজেলায় ০২ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ১১২৫ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৮১২০ জন। এর মধ্যে নগরে ১২৯৫০ জন এবং উপজেলায় ৫১৭০ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৮২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৯৫ এবং উপজেলায় ৮৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ হাজার ২৭৪ জন।

আরও খবর

Sponsered content

Powered by