চট্টগ্রাম

চট্টগ্রামে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ৪:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের ‘ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও গাইডলাইন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল থেকে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের এডভোকেট আব্দুল জলিল চৌধুরী স্মৃতি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্ব কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল মুমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রান্ড ডিজাইনার আবদুল মান্নান আসিফ, নেক্সটজেন বাংলাদেশ ফাউন্ডার সৌমেন কানুনগো, ওয়েব ডিজাইনার রাকিব উদ্দিন।

নেক্সটজেন বাংলাদেশ ও ডিইসি ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগিতায় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দুই পর্বে ‘ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও গাইডলাইন’ শীর্ষক কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬৩৪ জন তরুণ-তরুণী অংশ নেন। গত ১৭ নভেম্বর হাজারেরও অধিক অনলাইনে অংশগ্রহণকারী কর্ণফুলী ও সাঙ্গু নামে দুইটি গ্রুপে আবেদনের ভিত্তিতে ৬৩৪ জনকে এই কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

আরও খবর

Sponsered content

Powered by