চট্টগ্রাম

চসিক মেয়রের গাড়ী দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৩ , ৬:১৪:১৭ প্রিন্ট সংস্করণ

চসিক মেয়রের গাড়ী দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের ওপরে সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চসিক মেয়রকে প্রটোকল দেওয়া পুলিশ ভ্যানে থাকা দুই পুলিশ মোঃ আবদুল কাদের ও মোঃ দিদার আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের উপরে সিএন্ডবি কলোনি অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে মেয়রের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং পুলিশের গাড়িটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। যদিও পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন চসিক মেয়রের এপিএস মোঃ দুলাল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চসিকে মেয়রের সঙ্গে থাকা এপিএস মো. দুলাল বলেন, ‘কর্পোরেশনে যাওয়ার পথে মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি সিএনজি হঠাৎ ব্রেক করে। ব্রেক করার কারণে সামনে থাকা পুলিশের গাড়িতে জোরে ধাক্কা লাগলে আমাদের মেয়র স্যারের গাড়িতেও ধাক্কা লাগে। হঠাৎ ব্রেক করলে যেমন সামনের দিকে ঝুঁকে যায় আমরাও সেরকম হইছি। কিন্তু এ ঘটনায় কেউ আহত হয়নি। মেয়র স্যারও ঠিক আছেন।’

আরও খবর

Sponsered content

Powered by