দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমের ইরি-বোরো ধান কাটা উদ্বোধন

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৯:৫৯:৩৯ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে  চলতি ইরি-বোরো মৌসুমের ধানা কাটা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে হোসেনডাঙ্গা গ্রামে কৃষক আব্দুল মোতালেবের জমিতে ব্রি ধান-২৮ কাটার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ধান কাটা উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইয়াসিন আলী,সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ আকরাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি এরফান আলী সহ অনান্যরা। 
সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসার আব্দুল মতিন জানান, বিঘা প্রতি গড়ে ২০ মন করে ধানের ফলন পাওয়া গেছে।       

আরও খবর

Sponsered content

Powered by