ঢাকা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রশিক্ষণার্থী প্রকৌশলীবৃন্দের শ্রদ্ধা নিবেদন

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২১ , ৬:৩০:০০ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর একদল প্রশিক্ষণার্থী প্রকৌশলী।

গতকাল শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় ১৪৪ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (এলজিইডি), বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লা -এর কোর্স ম্যানেজমেন্ট ও প্রশিক্ষণার্থীদের টিম টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন ১৪৪ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (এলজিইডি) -এর পরিচালক মো. আব্দুল কাদের, এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবির, সদর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল আহমেদ, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল দত্ত প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনের পর তারা টুঙ্গিপাড়ায় এলজিইডি কর্তৃক নির্মাণাধীন বাঘিয়ারকুল ঘাটলা, পাটগাতী বঙ্গবন্ধু বোট ল্যান্ডিং, উপজেলা পরিষদ কমপ্লেক্স সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

এরপর প্রশিক্ষণার্থীবৃন্দ গোপালগঞ্জ জেলা এলজিইডি ভবনে পৌঁছালে সেখানে নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের নেতৃত্বে অন্যান্য প্রকৌশলীগণ তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান। প্রশিক্ষণার্থীবৃন্দ
জেলা এলজিইডি ভবন এর সৌন্দর্য বর্ধনের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন। পরবর্তীতে জেলা এলজিইডির সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের সভাপতিত্বে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content

Powered by