দেশজুড়ে

চাটমোহরে বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি

  প্রতিনিধি ২০ মে ২০২০ , ৭:৪৯:২৪ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের লক্ষ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য বুধবার সকালে কৃষক নির্বাচনে জন্য উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত লটারি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আ হামিদ মাস্টার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ,খাদ্য নিয়ন্ত্রক মো. শরিফুল ইসলাম, পিআইও শামীম এহসান, উপজেলা কৃষক লীগের সভাপতি আ. মান্নান মুন্নাফসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, চাটমোহরে ১ হাজার ৩১৫ মে.টন ধান কেনার জন্য ১ হাজার ৩১৫ জন কৃষক নির্বাচন করা হয়েছে। এরমধ্যে চাটমোহর পৌরসভায় ৪ জন, মথুরাপুর ইউনিয়নে ৬০ জন,বিলচলনে ৩০ জন, গুনাইগাছায় ১৭ জন, নিমাইচড়ায় ২১৮ জন, হরিপুরে ১০২ জন, ডিবিগ্রামে ৭৩ জন, ফৈলজানায় ১৫৮ জন, মূলগ্রামে ১৪৩ জন, পাশর্^ডাঙ্গায় ১০৯ জন, হান্ডিয়ালে ৩৩৩ জন ও ছাইকোলা ইউনিয়নে ৬৮ জন কৃষক নির্বাচন করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by