চট্টগ্রাম

চার কেজি গাজাসহ দুই নারী গ্রেপ্তার

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৩ , ৫:৩৭:১১ প্রিন্ট সংস্করণ

চার কেজি গাজাসহ দুই নারী গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে চার কেজি গাজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৭টায় উপজেলার বরকল ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ড খলিফা মাজার মসজিদের সামনে রাস্তার ওপর গাজা বিক্রির সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন হলেন কামরুন নাহার (৩৫) ও মনোয়ারা বেগম (৩২)।

পুলিশ জানায়, উপজেলার ৪ নম্বর বরকল ইউনিয়নের কানাইমাদারি ৫নম্বর ওয়ার্ড খলিফা মাজার মসজিদের সামনে চলাচলের সড়কের ওপর উপর মাদক ক্রয় বিক্রয় করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ নারী একটি ব্যাগ নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। সাথে থাকা নারী পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়। নারী পুলিশ আটককৃত নারীদের তল্লাশি করে তাদের থাকা ব্যাগ হতে ১টি নীল সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতরে ২টি নীল ও খাকি রংয়ের খাকি প্লাস্টিকের র‌্যাকসিনের ভিতরে মোড়ানো ৪ কেজি গাজা জব্দ করেন। জব্দকৃত গাজার আনুমানিক অনুমান ১ লাখ ২০ হাজার টাকা।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৪কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা শেষে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by