দেশজুড়ে

চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

  প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৮:২৩:০৩ প্রিন্ট সংস্করণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে  এক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এসব অনুদান তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.জিএম সারোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৩০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এর মধ্যে ২০ জন ছাত্রী এবং ১০ জন ছাত্র। এছাড়া ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by