বাংলাদেশ

‘জিয়ার খেতাব বাতিল হলে মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মান হবে’

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২১ , ৬:২২:৫১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল হলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে ব্যবহার করে ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের ষড়যন্ত্র করছে।

তিনি জিয়াউর রহমান যুদ্ধক্ষেত্র থেকে লড়াই করেছেন, তার খেতাব কেড়ে নেওয়া হবে, তাকে অসম্মান করার যে অপচেষ্টা চলছে, এ অপচেষ্টা শুধু জিয়াউর রহমানের বিরুদ্ধে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by