ঢাকা

“জেলা মানবাধিকার কমিটির সদস্যবৃন্দের সমন্বয়ে গোপালগঞ্জে মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ৭:০০:৪২ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে ‘জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির’ সদস্যবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জাতীয় মানবাধিকার কমিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব নারায়ন চন্দ্র সরকার। বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিকের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ড.বিশ্বজিৎ চন্দ, ড.তানিয়া হক, কাওসার আহমেদ, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম, উপ-পরিচালক মো. কামাল উদ্দিন, মো. আজহার হোসেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ফজলে রাব্বী, সরকরি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, গোপালগঞ্জ প্রেস ক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সিনিয়র আইনজীবী চৌধুরী খসরুল আলম, স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম সহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বিভিন্ন এনজিও’র কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ কমিশনের অন্যান্য সদস্য, কর্মকর্তা- কর্মচারীদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরও খবর

Sponsered content

Powered by