খুলনা

ঝিনাইদহে সংক্রমণ ঠেকাতে বিশেষ বিধি নিষেধ শুরু

  প্রতিনিধি ১৯ জুন ২০২১ , ৭:০৫:৫৫ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়াই ছয় পৌর এলাকায় শনিবার থেকে শুরু হয়েছে সাতদিনের বিশেষ বিধি নিষেধ।

সকাল থেকে সদর পৌর এলাকায় ঢিলেঢালা ভাব থাকলেও চারটি প্রবেশ পথে বসানো হয় জেলা প্রশাসনের চেকপোষ্ট। এসময় ইজি বাইক, ভ্যানসহ অন্যান্য যানবাহন থেকে যাত্রী নামিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া এসব যান আটকের পাশাপাশী বিধিনিষেধ অমান্য করাসহ স্বাস্থবিধি না মানায় অর্ধতাধিক ব্যক্তিকে ১০০ টাকা থেকে ৫০০ শত টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান, সীমান্তবর্তী এ জেলায় করোনা সংক্রমণ অনেক বেড়েছে। তাই করোনা প্রতিরোধ কমিটির বিধি-নিষেধ অমান্য করায় কিছু ইজিবাইক আটকের পাশাপাশি অনেককেই জরিমানা করা হচ্ছে এবং এ নির্দেশনা বাস্তবায়নে সকলকে সতর্ক করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by