ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  প্রতিনিধি ২৮ মে ২০২১ , ১:০৮:১৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

শ্রীলংকার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। শেষ ম্যাচে ধারাবাহিক থাকলেই হোয়াইটওয়াশের স্বাদ নিতে পারবে তামিম বাহিনী। যা এক ইতিহাসই হবে।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে সেই মিশনে নেমেছে বাংলাদেশ। দুপুর ১টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। এবার টস জিতলেন শ্রীলংকান অধিনায়ক কুশল পেরেরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

টস হওয়ার কথা দুপুর ১২টা ৩০ মিনিটে। কিন্তু এসময় বইছিল ঝড়ো বাতাস। যে কারণে সতর্কতামূলকভাবে উইকেটও ঢেকে রাখা হয় ত্রিপল দিয়ে। অবশেষে ১০ মিনিট পর টস হলো।

শেষ ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে সুপার লিগে অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যয়ে মাঠে নামবে তামিম ইকবালের দল। অন্যদিকে মান বাঁচানেরা লড়াইয়ে নামবে কুশল পেরেরার দল।

অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমালদের মতো সিনিয়রদের ছাড়া লংকার দলটি যে কতটা অসহায় তা গত দুই ম্যাচে ভালোই টের পাওয়া গেছে।

তবু একটি জয় নিয়ে দেশে ফিরতে চান লংকান কোচ মিকি আর্থার।

আরও খবর

Sponsered content

Powered by