আন্তর্জাতিক

টিকা নিলেন নেতানিয়াহু, পর্যায়ক্রমে ভ্যাকসিন পাবে ফিলিস্তিনিরা

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২০ , ১১:৫৬:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ইসরাইলে করোনার প্রথম টিকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। ৭১ বছর বয়সী প্রধানমন্ত্রী শনিবার (১৯ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নেওয়ার দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়। নিজে টিকা নিয়েই টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন নেতানিয়াহু।

তিনি বলেন, ‘প্রথমে আমি, পরে স্বাস্থ্যমন্ত্রী জুলি ইডলেস্টিন টিকা নিলেন। যাতে অন্যরা উৎসাহী হয় টিকা নিতে।’ সংক্রমণের ঊর্ধ্বে থাকা ইসরাইলে প্রতিদিন ৬০ হাজার ডোজ জনসাধারণের মাঝে দেওয়ার কথা রয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকার চালান গত সপ্তাহেই পৌঁছায় দেশটিতে। মডার্নার টিকাও পৌঁছানোর পথে।
ইসরাইল সরকার আশা করছে, ঝুঁকিপূর্ণ এমন ২০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। দেশটির ১০টি হাসপাতালে টিকা সরবরাহের প্রস্তুতিও চলছে। প্রথমেই স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবেন বলছে ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইলে করোনায় এ পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন প্রায় চার লাখ।

এদিকে ইসরাইলের শাসনাধীন থাকা লাখো ফিলিস্তিনি এখনই টিকা পাচ্ছেন না। প্রথম পর্যায়ে ইসরাইলের নাগরিক এবং অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদিরা ভ্যাকসিন পেতে যাচ্ছেন। কিন্তু টিকা পেতে আরও অপেক্ষা করতে হবে আড়াই লাখ ফিলিস্তিনিকে।

আরও খবর

Sponsered content

বন্যার পর ইসলামপুরের রাস্তার বেহাল দশা

মামুনুল হককে গ্রেফতারে বাধা পায়নি পুলিশ : ডিসি তেজগাঁও

নতুন আরো ৪৯৭ জনের শরীরে করোনা শনাক্ত

হোয়াইট হাউস ছাড়ার আগে প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত করলেন ট্রাম্প

সন্ধ্যায় নয়, রাত ১১টায় হবে জুনায়েদ বাবুনগরীর জানাজা

চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত চট্টগ্রাম ব্যুারো: চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৯৪ জন এবং উপজেলাগুলোতে ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে ২৪ হাজার ১৭৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ৮৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২৪১৭৫ জন। এর মধ্যে নগরে ১৮১০০ জন এবং উপজেলায় ৬০৭৫ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩১৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২২৩ এবং উপজেলায় ৯৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৫৩১ জ

চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত চট্টগ্রাম ব্যুারো: চট্টগ্রামে নতুন করে ১০৬ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৯৪ জন এবং উপজেলাগুলোতে ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে ২৪ হাজার ১৭৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ৮৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২৪১৭৫ জন। এর মধ্যে নগরে ১৮১০০ জন এবং উপজেলায় ৬০৭৫ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩১৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২২৩ এবং উপজেলায় ৯৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৫৩১ জ

Powered by