চট্টগ্রাম

যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে জাতীয় শোক দিবস পালন

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ৬:২৮:৩৮ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি: আজ শোক দিবস উপলক্ষে বান্দরবানে ব্যাপক কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ ও এর অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও জেলার সরকারি প্রতিষ্ঠান গুলোতেও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।

১৫ই আগস্ট সকাল ৬টায় দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী,পুলিশ সুপার জেরিন আক্তারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ। পরে পৃথক পৃথক ভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সকল সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ এর শোক র‍্যালি, মিলাদ মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by