বাংলাদেশ

ডিএমপির ডিবি প্রধান হলেন হারুন অর রশিদ

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২২ , ৫:২১:০৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) হারুন অর রশিদ। বুধবার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশে তাকে ডিবি প্রধান করা হয়।

গত ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুনসহ ৩২ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কাজ করেছেন হারুন।

হারুন অর রশিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) শিক্ষাজীবন শেষ করেন হারুন।

আরও খবর

Sponsered content

Powered by