রংপুর

দিনাজপুরে পানিবন্দি মানুষকে মুক্ত করলেন এসিল্যান্ড

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২১ , ৮:৩৩:১৫ প্রিন্ট সংস্করণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ছোট বাউল গ্রামের চেয়ারম্যান পাড়ায় স্থানীয় এক প্রভাবশালী বৃষ্টির পানি প্রভাহিত হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় শতাধিক পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। প্রায় ১৫ একর আবাদি জমির উপর সৃষ্টি হয় জলবদ্ধতা।

স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে মঙ্গলবার সকালে নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে ৪ ঘন্টা অবস্থান করে ড্রেনের মাধ্যমে পানি নিস্কাষনের ব্যবস্থা করে দেন সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান। এতে এলাকাবাসী ভবিৎষতে পানিবন্দি থেকে রক্ষা পায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান জানান, বর্তমান সরকার জন সাধারণের মৌলিক চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন উন্নয়মূলক কাজের উপর বেশ জোর দিয়েছেন। কৃষিকাজে কৃষকের একখন্ড জমিও যাতে অনাবাদি না থাকে সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে এবং পরিবারগুলোর দুর্দশার কথা চিন্তা করে আমরা দ্রুত স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় সমাধান করার চেষ্টা করেছি। যাতে করে পরিবারগুলো নির্বিঘেনে চলাচল ও কৃষকরা চাষাবাদ করতে পারে।

 

Powered by