রংপুর

দিনাজপুরে ৩ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১ , ৪:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

 

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেল রোভারের আয়োজনে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের উদ্দেশ্যে ৩ জন রোভার স্কাউট ৩ টি প্রতিপাদ্য বিষয় নিয়ে পথচলা শুরু করেন। প্রতিপাদ্য বিষয়গুলো হলো ‘মুজিববর্ষে রোভারিং করি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি, গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরি করবো সুখের পরিবেশ, প্লাস্টিক বর্জন করি, সুন্দর বাংলাদেশ গড়ি’। মঙ্গলবার দিনাজপুর হাবিপ্রবি (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে সকল ৯ টায় পথ চলা শুরু করেন তারা। খানসামা, ডোমার, সৈয়দপুর, পাগলাপীর হয়ে বেরোবি (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) পর্যন্ত ৫ দিনে মোট ১৫০ কিলোমিটার হেঁটে ভ্রমণ করবেন তারা। পায়ে হেঁটে ভ্রমণ করা ৩ জন হলেন রোভার কারিমুল ইসলাম, সিনিয়র রোভারমেট সাদী চৌধুরী ও রাশেদুল ইসলাম।

Powered by