রাজশাহী

ধান-চালের ঘাটতি পূরণে সঠিক আমদানির পরামর্শ

  প্রতিনিধি ৬ জুন ২০২২ , ৮:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি: চাল আমদানির সিদ্ধান্ত সঠিক। তবে ঘাটতি পূরণে সঠিক আমদানির পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও মিলাররা। সোমবার দুপুরে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডিাষ্ট্রি আয়োজিত এক মত বিনিময় সভায় বক্তারা এই পরামর্শ তুলে ধরেন। চালের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে চেম্বার। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চালকল মালিক বেলাল হোসেন, নওগাঁ জেলা ধান্য চাল আরতদার সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম বাবু প্রমুখ অংশ নেন। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে চলতি মৌসমে বোরো ফলনে ঘাটতি হয়েছে। ফলে দেশে ৩৫ থেকে ৪০ লাখ মেট্রিক টন চাল আমদানির প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত আমদানি না হয়। অতিরিক্ত আমদানি করা হলে পরবর্তী মৌসুমে চাষিরা লোকসানে পড়বেন। তাই ঘাটতি পূরণে সঠিক আমদানি করতে হবে।

 

Powered by