রংপুর

নাগেশ্বরীতে বালু উত্তোলন ও বিক্রয় বন্ধের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২১ , ৫:০৬:৩৯ প্রিন্ট সংস্করণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদী থেকে উত্তোলিত বালু দিয়ে পরিকল্পিত বাঁধ নির্মাণ ও অবৈধ উপায়ে বালু বিক্রয় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার দুুপুরে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম হাজিরমোড় এলাকায় উত্তোলিত বালুর স্তুপে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন তারা। এসময় বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের নাগেশ্বরী উপজেলা ও রায়গঞ্জ ইউনিয়ন শাখা, রেল নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, স্বল্প মানবিক সংগঠন, আলোর পথে যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং সকল স্তরের সহস্রাধিক স্থানীয় জনসাধারণ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের জেলা প্রধান স্বেচ্ছাসেবক মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রধান মোজাফ্ফর হোসেন, স্থানীয় মামুনুর রশিদ, আব্দুল মান্নান প্রধান, গোলজার হোসেন, ওহিদুল ইসলাম, মোজাম্মেল হক মিলু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খননেন নামে দুধকুমার নদী থেকে বালু উত্তোলন করে তা অবৈধভাবে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় কুচক্রি মহল। বি.আই.ডাব্লিউ.টি.এ কর্তৃক নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান পরিকল্পিত উপায়ে নদী খনন না করে তাদের মনগড়া উপায়ে দায়সারাভাবে খনন কাজ চালাচ্ছে যা সরকারের কাঙ্খিত লক্ষ্য নদী শাসন ও নদীর কূল রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে না। কিন্তু উপরোক্ত ঠিকাদারীপ্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে এলাকার কিছু প্রভাবশারী মহল। উভয়ের যোগসাজসে পায়তারা চলছে বালু উত্তোলন করে বিক্রি করার। সে লক্ষ্যে নদী তীরবর্তী জমি লিজ নিয়ে কোটি টাকার বালু ভরাট করে রাখা হচ্ছে। যা বিভিন্ন এলাকার রাস্তাঘাট নির্মাণ স্থলে বিক্রির পায়তারা করা হচ্ছে। এতে করে শত শত একর ফসলি জমি, বাড়িঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা নদীতে বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই বালু খেকোদের প্রতিহত করে সম্পদ রক্ষা করতে সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

আরও খবর

Sponsered content

Powered by