রংপুর

নীলফামারীতে ৪০ দিনের কর্মসূচি চালু করেছে সরকার

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২০ , ৩:৫৫:৫৯ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি :

কর্মহীন দরিদ্র শ্রমজীবী মানুষের জন্য কাজের বিভিন্ন সুযোগ তৈরি করছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে শ্রমজীবী মানুষের স্বাবলম্বী করতে সরকার ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি চালু করেছে। কর্মসূচির অংশ হিসাবে রোববার নীলফামারীতে ২০২০-২০২১ অর্থবছরের প্রথম পর্য়ায়ের কাজ শুরু করা হয়েছে। জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদে এ কাজের সূচনা করা হয়।

চলতি অর্থবছরে ৪০ দিনের এ কর্মসূচিতে ৬টি প্রকল্পে সদর উপজেলার ১শ ৮৩ জন নারী ও পুরুষ কাজ করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করবেন তারা।

আর এ কাজের জন্য জনপ্রতি সুবিধাভোগীকে প্রতিদিন ২শ টাকা দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, লক্ষ্মীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী, ইউনিয়ন ট্যাগ অফিসার আবু তাহের, ইউপি সচিব রাজু প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by