খেলাধুলা

নেপিয়ারে রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৩ , ৫:৩৫:৪৪ প্রিন্ট সংস্করণ

নেপিয়ারে রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ

১৯তম ওভারে এক ছক্কা ও চার মেরে নেপিয়ারে রোমাঞ্চকর জয় এনে দিলেন মেহেদী হাসান। শেষ দিকে লিটন-মেহেদী দৃঢ়তায় ৮ বল বাকি থাকতেই কিউইদের বিপক্ষে ম্যাচ জিতে নেয় টাইগাররা।

নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতল বাংলাদেশ। যেভাবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল তাতে মনে হয়েছিল কিউইদের ১৩৪ রানের মামুলি সংগ্রহই শান্তদের জন্য বিশাল চ্যালেঞ্জের।

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে একটিমাত্র টেস্ট জিতেছিলো বাংলাদেশ। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে জয় ছিল না। নেপিয়ারে আগের ম্যাচেই ওয়ানডে ইতিহাসে কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম জয়ের স্বাদ নিতে পেরেছিলো নাজমুল হোসেন শান্তর দল। এবার টি-টোয়েন্টিতেও সেই অপেক্ষার অবসান হলো।

বুধবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। 

জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফলতা দেখিয়েছেন লিটন দাশ। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে অনবদ্য ৪২ রান সংগ্রহ করেছেন তিনি। দুটি চার ও একটি ছক্কা মেরেছেন।

শেষ ওভারে এক চার ও এক ছক্কা মারা বোলার মেহেদী হাসান করেছেন ১৯ রান। এর আগে বল করে দুই উইকেট পেয়েছেন তিনি।

শান্ত ১৯, সৌম্য ২২ ও তাওহিদ হৃদয় ১৯ রান ও রনি করেছেন ১০ রান। বাকি কেউ দুই অংক স্পর্ষ করতে পারেননি।

আরও খবর

Sponsered content

Powered by